বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

২ সপ্তাহ আগে
বিদেশে শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণসহ নির্দিষ্ট কিছু খাতে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

 

এতে বলা হয়, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুমোদিত রেমিট্যান্স পাঠানোর অনুমতি ব্যাংকগুলোকে দেয়া হয়েছে। এই কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কতিপয় খাতে রেমিট্যান্স পাঠানো যাবে। যার মধ্যে রয়েছে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি।

 

আরও পড়ুন: দেশের রিজার্ভ কমলো

 

আগে ব্যাংকগুলো নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের খরচ পাঠাতে পারত। নতুন প্রজ্ঞাপনে এই সুযোগকে আরও সম্প্রসারিত করে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এর মাধ্যমে দিন দিন প্রয়োজনীয় খরচ পরিশোধ উন্মুক্ত করার দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

 

এত দিন বিদেশে খরচ পাঠাতে নানা জটিলতা ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হতো। এতে নানা ভোগান্তিরও অভিযোগ রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন