বিদেশিদের জন্য থাইল্যান্ড প্রবেশে বাধ্যতামূলক নতুন নিয়ম

১ সপ্তাহে আগে
থাইল্যান্ডে ভ্রমণ বা অন্য যেকোনো উদ্দেশ্যে প্রবেশ করতে হলে আগামী ১ মে থেকে বিদেশি নাগরিকদের জন্য নতুন একটি ডিজিটাল ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। 'থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড' বা টিডিএসি ছাড়া আর কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না- এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

'থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড' বা টিডিএসি ছাড়া আর কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির পর্যটন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরিবার বা দলবদ্ধ ভ্রমণ হলেও প্রতিটি যাত্রীর জন্য আলাদাভাবে টিডিএসি ফরম পূরণের নির্দেশ দেয়া হয়েছে। পর্যটন, ব্যবসা বা ট্রানজিট, যে কারণেই থাইল্যান্ডে প্রবেশ হোক না কেন, এই ফরম জমা না দিলে ঢোকা যাবে না।

 

আরও পড়ুন: থাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ফুডপান্ডা

 

টিডিএসি ফরমটি তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশে নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। দ্বিতীয় অংশে থাকবে যাত্রা সম্পর্কিত তথ্য, যেমন ফ্লাইট নম্বর ও থাইল্যান্ডে থাকার অস্থায়ী ঠিকানা। তৃতীয় অংশে যাত্রীর স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য দিতে হবে, যেমন কোনো অসুস্থতা আছে কি না বা চিকিৎসাধীন অবস্থায় আছেন কি না।

 

এ ফরম যাত্রার অন্তত ৭২ ঘণ্টা বা ৩ দিন আগে অনলাইনে পূরণ করতে হবে। ফরম জমা দেয়ার পর সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা যাচাই করা হবে। নিরাপত্তার স্বার্থে পূরণ করা টিডিএসি ফরমের একটি প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ।

 

যারা দীর্ঘ সময় অবস্থান করবেন তাদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। থাইল্যান্ডে কেউ যদি ৯০ দিনের বেশি সময় অবস্থান করেন, তাহলে প্রতি ৯০ দিন অন্তর নিকটবর্তী ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে।

 

থাই কর্তৃপক্ষ বলছে, নতুন এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন