‘বিদেশি বিনিয়োগের নিরাপদ গন্তব্য উঠছে বদলে যাওয়া বাংলাদেশ’

১ সপ্তাহে আগে
মাত্র ৮ মাসে বদলে গেছে বাংলাদেশ; পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্যে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার আয়োজনে ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামদামি বিদেশি কোম্পানির প্রতিনিধিরা।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। চারদিন ব্যাপী এই সম্মেলনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

 

বিনিয়োগ সম্মেলনে সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসির সিওও ড. মুমতাজুর রহমান দাউদের (রয়)। তিনি জানান, ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশে হাসপাতাল ও সার কারখানা গড়ে তোলা হবে। ১৬০ কোটি ডলার মানে ১৯ হাজার ২শ' কোটি টাকা বিনিয়োগে ৩শ' শয্যার হাসপাতাল করা হবে। যাতে থাকবে উন্নতমানের সব সেবা।

 

আর ৬০ কোটি ডলার ব্যয়ে চট্টগ্রামে একটি সার কারখানা করা হবে জানিয়ে ড. মুমতাজুর রহমান দাউদ আরও বলেন, পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এসব পরিকল্পনাই হয়েছে গত ৫ আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। বিনিয়োগের জন্য এটিই সঠিক সময়।

 

আরও পড়ুন: সম্ভাবনার দুয়ার খুলছে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল

 

এবারের বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান এফএমও। প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের কৃষি, খাদ্য ও পানি বিনিয়োগ কর্মকর্তা প্রিসেন প্রহলাদসিং বলেন, আমরা বাংলাদেশ সম্পর্কে যা জেনেছি, তাতে এখানে বিনিয়োগ করতে প্রস্তুত।

 

একই মত নবায়নযোগ্য জ্বালানিখাতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠান প্যাসিফিক এনার্জির। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এনার্জির প্রতিনিধি সৈয়দ আশরাফ ফারুকী সানি বলেন, ১ হাজার মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য একটি প্রকল্প নিয়ে কাজ চলছে। এটি প্রায় বিলিয়ন ডলারের একটি ইউএস ভিত্তিক বিনিয়োগ।

 

আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, দেশে যে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, তাতে আকৃষ্ট হচ্ছেন বিনিয়োগকারীরা।

 

দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি- এমন পর্যবেক্ষণ তুলে ধরেন সম্মেলনে অংশ নেয়া উদ্যোক্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন