বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোর সঙ্গে খেলতে চান তেভেজ

২ দিন আগে
নিঃসন্দেহে বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সঙ্গে যারা ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন, তারা ভাগ্যবান বটে। কাজটি উভয়ের যারা করতে পেরেছেন তারা তো আরও ভাগ্যবান। কার্লোস তেভেজ তেমন একজন। জাতীয় দলে মেসির সঙ্গে তো খেলেছেনই, রোনালদোর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

২০০৫ সাল থেকে ১০ বছর মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলেছেন তেভেজ, ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে ২০০৭ সাল থেকে দুই বছর। শিরোপাপ্রশ্নে আর্জেন্টিনার হয়ে তেভেজের সুখস্মৃতি না থাকলেও ইউনাইটেডে রোনালদোর সঙ্গে জিতেছেন ২টি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা


জাতীয় দলে তেভেজের ক্যারিয়ার এক দশকের মতো হলেও ক্লাব ফুটবলে খেলেছেন দীর্ঘ দুই দশক। ২০০১ সালে শুরু করে ২০২১ সালে অবসরে যান তিনি। প্রায় চার বছর আগে অবসর নিলেও তেভেজ একটা বিদায়ী ম্যাচ খেলতে চান, সেখানে মেসি ও রোনালদো দুজনকেই খেলোয়াড় হিসেবে চান।


ওলগার সঙ্গে এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘লিও মেসি ও ক্রিস্টিয়ানো, মরা তাদের আনব। আমি নিজে আনব। হোয়াটসঅ্যাপে ওদের জানিয়ে রেখেছি।’


আরও পড়ুন: সে একদিন বিশ্বের সেরা খেলোয়াড় হবে, আর্জেন্টাইনকে নিয়ে ইতালিয়ান কিংবদন্তির ভবিষ্যদ্বাণী


শুধু মেসি ও ক্রিস্টিয়ানো না, তেভেজ নিজের বিদায়ী ম্যাচে চান ইউনাইটেড ও জুভেন্টাসের আরও কয়েকজন কিংবদন্তিকে। তিনি যোগ করেন, ‘একদিকে ফন ডার সার (গোলরক্ষক), অন্যদিকে বুফন। সেন্টারব্যাকে রিও ফার্দিনান্দ ও ভিডিক। আমরা জর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বনুচ্ছিকেও আনব। প্যাট্রিক ইভ্রা, আমার ভাই থাকবে। মিডফিল্ডার হলো পিরলো, পল স্কোলস, রোমান রিকুয়েলমে। আর ওয়েইন রুনি।’


ক্লাব ক্যারিয়ারে তেভেজ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বোকা জুনিয়র্সের হয়ে। এই ক্লাবের হোমভেন্যু লা বোমবোনেরাতেই বিদায়ী ম্যাচটা আয়োজন করতে চান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন