বিদায়ী বছরে একাধিক হেভিওয়েট ব্যক্তির ফিরে আসা ছিল আলোচিত

১ সপ্তাহে আগে
বিদায়ী বছরে আলোচিত বিষয় ছিল গুম হওয়া একাধিক হেভিওয়েট ব্যক্তির ফিরে আসা এবং আলোচিত বন্দিশালা কথিত আয়নাঘরের সন্ধান পাওয়া। গুমের রহস্য উদঘাটনে এ সময়ে গঠিত হয় গুম কমিশন। কমিশনে জমা হয় প্রায় দুই হাজার গুমের অভিযোগ। দায়ের করা অভিযোগে অভিযুক্ত করা হয় সামরিক গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও পুলিশের বিভিন্ন ইউনিটকে।

১৯৭১ সালের ১১ ডিসেম্বর আলবদর সদস্যরা ধরে নিয়ে যায় কথাসাহিত্যিক এবং সাংবাদিক শহীদুল্লা কায়সারকে। পরের বছরের ৩০ জানুয়ারি ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফেরেননি সাহিত্যিক জহির রায়হান। পরবর্তী বিভিন্ন সরকারের আমলে বিছিন্নভাবে রাজনৈতিক কারণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে আবারও আলোচিত বিষয় হয়ে ওঠে গুম।

 

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ১ হাজার ৬৭৬টি গুমের অভিযোগ নথিভুক্ত হয় গুম কমিশনে৷ কমিশন পর্যালোচনা করেছে ৭৫৮টি অভিযোগ৷ ২০১৬ সালে সর্বোচ্চ ১৩০টি গুমের ঘটনা ঘটেছে।

 

আওয়ামী লীগের টানা চারবারের শাসনামলে বহুল আলোচিত বিষয় গুমের কেন্দ্রবিন্দু ছিল আয়নাঘর নামে পরিচিতি পাওয়া বন্দীশালা৷ আওয়ামী লীগের পতনের পর ৬ আগস্ট নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা রাজধানীতে অবস্থিত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে গিয়ে মানববন্ধন করে আয়নাঘরে বন্দি স্বজনদের মুক্তির দাবি জানান৷

 

আরও পড়ুন: ফিরে দেখা ২০২৪ / রাজনীতিতে উত্থান-পতনের এক অবিস্মরণীয় বছর

 

এরপর পরই মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা, বাধ্যতামূলক অবসরে থাকা সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী ও ব্যারিস্টার আহমাদ বিন কাসেম-আরমানসহ আরও অনেকে৷

 

বিএনপিসহ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই টার্গেট ছিলেন। অনেকের মতো বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী ফিরে আসলেও সন্ধান মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আরও অনেকের।

 

চলতি বছরই ঢাকায় ডিজিএফআই, র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের নিয়ন্ত্রণাধীন বন্দীশালা আয়না ঘরের সন্ধান মেলে। এ ছাড়া ঢাকার বাইরেও আটটি আয়নাঘরের সন্ধান পাওয়া যায়।

 

গুমের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা উঠে এসেছে গুম কমিশনের রিপোর্টে। সুপ্রিম কোর্ট থেকে গুম হওয়া আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলার সাক্ষী সুখরঞ্জন বালি এবং রাজধানীর উত্তরা থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গুম হওয়ার দীর্ঘদিন পর ভারতে তাদের সন্ধান পাওয়া যায়।

 

আরও পড়ুন: বছরজুড়ে স্বর্ণের বাজারে অস্থিরতা, দাম সমন্বয় ৬২ বার

 

বহুল আলোচিত ‘আয়নাঘর’ বন্দিশালা পরিদর্শন করে কমিশনের সদস্যরা আলামত নষ্টের প্রমাণ পেয়েছেন বলে জানান। হাসিনা সরকারের পতনের পর গুম থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করে বাংলাদেশ। আয়নাঘরগুলো বন্ধ করে দেয়ার কথা জানায় সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন