বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
এসময় মানবন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা করে প্রায় ১৮ হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে। সেই সঙ্গে এখনও ৫শ’ বিডিআর সদস্য কারাবন্দি অবস্থায় আছে।
আরও পড়ুন: সেনা কর্মকর্তাদের হত্যা করে ‘বিডিআর বিদ্রোহ’ নাম দেন হাসিনা, মানববন্ধনে অভিযোগ
কারাবন্দি থাকা বিডিআর সদস্যরা নির্দোষ উল্লেখ করে মানববন্ধনকারীরা ২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানান। এসময় সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।