এর আগে সকালে হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালায়। তখন মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে এতে থাকা ৩২ হাজার ৪২৬ পিস ভারতীয় প্রসাধনীর চোরাচালান জব্দ করা হয়।
আরও পড়ুন: বিজিবির অভিযানে নভেম্বরে ১৭২ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে পিস স্ক্রীন সাইন ক্রীম, নিভিয়া মডি মিল্ক, নিভিয়া সফট ক্রীম, পন্ডস ব্রাইট বিউটি ক্রীম, জনসন বেবি ক্রীম, বিভিন্ন প্রকার ক্রীম ও অয়েন্টমেন্ট এবং বক্সি কফ চকলেট।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে সতর্ক করলো বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান বলেন, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে আনা এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হবে।