বিজনেস সামিটে আসছেন না ইলন মাস্ক

৩ সপ্তাহ আগে
ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন বিজনেস সামিটে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আসছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

তিনি বলেন, ইলন মাস্ক এলে এতদিনে আপনারা জানতে পারতেন। ইলন মাস্ক এখন মার্কিন সরকারের অংশ। স্টারলিঙ্কের হয়ে আগে বিভিন্ন দেশ পরিদর্শন করলেও এখন পরিস্থিতি ভিন্ন।

 

মাহমুদ বিন হারুন আরও বলেন, স্টারলিঙ্কের কর্মকর্তারা আগামী ৯ এপ্রিল ডেমোসেশন করবে। ওইদিন সরকারি কর্মকর্তারা যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে আসবেন তারা টেস্টিং সেশনে অংশগ্রহণ করবেন। প্রকৃতপক্ষে স্টারলিঙ্কের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ৯০ দিনের নির্ধারিত দিনক্ষণের টার্গেটের কথা আমাদের চিন্তায় রয়েছে।

 

আরও পড়ুন: ভারতে স্টারলিঙ্ক আনতে স্পেসএক্সের সঙ্গে জিয়ো ও এয়ারটেলের চুক্তি

 

তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে স্টারলিঙ্কের যাত্রা শুরুর সময় তাদের সঙ্গে যোগাযোগ করে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন