এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে অমল পোদ্দার, সহসভাপতি (অর্থ) পদে মোরশেদ সারোয়ার এবং পাঁচজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি (অর্থ) ও পাঁচজন সহসভাপতি মিলিয়ে মোট ৯টি অফিস বেয়ারার পদের জন্য ৯টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন বোর্ড তা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়নপত্র জমা পড়ায় আলাদা করে নির্বাচনের প্রয়োজন হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
পাঁচজন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল (চট্টগ্রাম), আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ ও মোহাম্মদ রাশেদ।
আরও পড়ুন: শ্রম অধিকার নিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার কোনো সুযোগ নেই: বিকেএমইএ সভাপতি
এর আগে পরিচালক পদে ২৬ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন: মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তুর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম. ইসফাক আহসান, আহেমদ নূর ফয়সাল, মো. আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া ও সালাহ উদ্দিন আহমেদ।
নবনির্বাচিত নেতৃত্ব আগামী দু-বছর দেশের প্রধান রফতানি খাত নিটওয়্যার শিল্পের প্রবৃদ্ধি ও সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।