বিকল ট্রলারে পাঁচদিন সাগরে ভাসছিলেন ১২ জেলে, ৯৯৯-এ কলে উদ্ধার

৩ সপ্তাহ আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পাঁচদিন পর বঙ্গোপসাগরে বিকল ট্রলার থেকে উদ্ধার হয়েছেন ১২ জেলে।

মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে গত ১৭ মার্চ মাছ ধরার ট্রলার নিয়ে কঙ্গোপসাগরে রওনা দিয়েছিলেন ১২ জেলে। পরদিন ১৮ মার্চ রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।

 

পাঁচদিন ধরে সাগরে ভাসছিলেন ১২ জেলে। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সাহায্য চাইতে পারেননি। ২৩ মার্চ রাতে নেটওয়ার্ক পাওয়া মাত্রই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে তাদের উদ্ধারের অনুরোধ জানান মো. হাসান নামে এক জেলে।

 

আরও পড়ুন: ঈদযাত্রায় প্রস্তুত ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ

 

কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল লিটন মিয়া। তিনি কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে জেলেদের দ্রুত উদ্ধারের কথা জানান। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লোকমান হোসেন এবং এএসআই সিরাজুল ইসলাম।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলার সাগরে তাদের সঠিক অবস্থান বলতে না পারায় উদ্ধার তৎপরতায় কিছুটা বিলম্ব হলেও অবস্থান শনাক্ত করে কক্সবাজার কোস্টগার্ডের উদ্ধারকারী দল উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে সাগরের ‘সোনাদিয়ার পেট’ থেকে ২৪ মার্চ সকালে ১২ জন জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

]]>
সম্পূর্ণ পড়ুন