পুশইন করা ৩০ জনকেই আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। কুলাউড়া ও বড়লেখা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) ভোরের দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কান্দাই নামক সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ১৬ জনকে পুশইন করে বিএসএফ। পরে স্থানীয় লোকজন খবর দিলে বিজিবি তাদের উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়।
আরও পড়ুন: বাংলাদেশে আরও ১৪ জনকে পুশইন করল বিএসএফ
অপরদিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া সীমান্ত দিয়ে সকাল ১০টার দিকে নারী-পুরুষ-শিশুসহ ১৪ জনকে পুশইন করে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। কুলাউড়া থানা পুলিশ বলছে আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, জীবিকার তাগিদে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে।