বিএনপির মনোনয়ন না পাওয়ায় হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

৩ সপ্তাহ আগে
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

 

রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে বাদ দিয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেয়া হয়েছে-যা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’।

 

বিক্ষোভকারীরা জানান, দুঃসময়ে হাজী ইয়াছিন নিয়মিতভাবে দলের কর্মীদের পাশে থেকেছেন। শত শত মামলায় আইনি সহায়তা, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা খরচ বহন, পারিবারিক সহায়তাসবই তিনি ব্যক্তিগত উদ্যোগে করে আসছেন।
 

আরও পড়ুন: তারেক রহমানসহ প্রথমবার যাদের হাতে উঠবে ধানের শীষ

 

একাধিক স্থানীয় নেতা বলেন, ‘হাজী ইয়াছিন দুঃসময়ের কাণ্ডারি। তাকে বঞ্চিত করা কুমিল্লার রাজনীতির প্রতি অন্যায়।’ তাদের অভিযোগ, ‘যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে মনোনয়ন থেকে বাদ দিতে ভূমিকা রেখেছে।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা লিখছেন- ‘আমার নেতা, আমার অহংকার-হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শুধু নেতা নন, কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস।’

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

 

এর আগে সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।

 

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন