বুধবার (৩০ এপ্রিল) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিপক্ষ শুধু আওয়ামী লীগ নয়, বিভিন্ন বাহিনীর বিরুদ্ধেও আমাদের লড়তে হয়েছে। প্রতি পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে। ১৫ দিনের মুক্তিযোদ্ধারা এসে যদি ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের সরে যেতে বলেন, তা মেনে নেওয়া যায় না।’
তিনি সবাইকে উদ্দেশ করে বলেন, ‘কথা বলার আগে চিন্তা-ভাবনা করে বলবেন। বিএনপি সব শক্তির মুখোমুখি হয়েই আজকের জায়গায় এসেছে।’
তাড়াইল সাচাইল কাসেমুল উলুম দারুল হুদা মাদ্রাসা মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
আরও পড়ুন: দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা
সম্মেলন ঘিরে তৃণমূলে ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হুসাইন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।