বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নতুন সদস্য হিসেবে হাসিমুখে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বরণ করেন।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান।

 

এরইমধ্যে গুঞ্জন উঠেছে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন জুলাই শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ।

 

গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত  ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছিলেন মীর স্নিগ্ধ। এই । এই পদ থেকে গত ৮ মে সরে যান তিনি।

 

আরও পড়ুন: জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

 

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেয়া এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

 

গত ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডি কার্ড ছিল।

 

ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন যুবক ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন। পরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামে ওই যুবক গুলিতে নিহত হন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন