শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের মীরগড় এলাকায় জেলা প্রশাসন ইকো পার্কে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
এ সময় সারজিস বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু'র মন্তব্য- ‘ড. ইউনুসের দরকার কী, সারজিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত’এর প্রতি উত্তরে বলেন, এটি কোনো রাজনৈতিক মন্তব্য না। এটি উনার ব্যক্তিগত মন্তব্য। আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করি না, কারণ তারা আমাদের থেকে রাজনীতিতে অনেক সিনিয়র।’
সারজিস বলেন, ‘আমরা চাই তাদেরকে দেখে আমরা শিখব, সামনের দিকে এগিয়ে যাব। তারা যদি প্রতিহিংসা মূলক বা ছোট করে কথা বলার এই কালচারটা আবার তৈরি করে যেটা দেখতাম শেখ হাসিনা ড. ইউনূসকে নিয়ে ছোট করে কথা বলতেন। খালেদা জিয়াকে নিয়ে ছোট করে কথা বলতেন। সেটা বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নষ্ট করে ফেলেছিল। তাই আমরা একই কালচার আর দেখতে চাই না। তাই আমি মনে করি আমাদের জন্য তাদের যদি কোন পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শটা দিবেন। আর এই দেয়াটা সুন্দর ও শ্রদ্ধার সম্পর্কের মধ্য দিয়ে দেয়া উচিত।’
আরও পড়ুন: পুলিশে নিয়োগ চলছে, সুপারিশ নিয়ে যা বললেন সারজিস
তিনি আরো বলেন, একই সাথে তিনি যে এই আন্দোলনের কারণে বাংলাদেশে যে শিক্ষার পরিবেশ বা সব কিছু নষ্ট হয়ে শেষ হয়ে গেছে এটার কিছুটা সত্যি, কিছুটা বিঘ্নিত হয়েছে। কিন্তু আমরা শেষ হয়ে গিয়েছি বা নষ্ট হয়ে গিয়েছি সেটা বলতে পারি না। দিন শেষে যারা রাজনৈতিক পরিমন্ডলে কথা বলছেন তারা আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কি না সেটার কোন নিশ্চয়তা ছিল না। গণঅভ্যুত্থানে ছাত্রদের বড় ত্যাগ আর রক্তের বিনিময়ে এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছেন। তাই আগামীর বাংলাদেশে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, অভ্যুত্থানের এই ছাত্রদের প্রতি তাদের শ্রদ্ধা থাকা উচিত।
আরও পড়ুন: প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে পঞ্চগড় জেলারও ক্ষতি হবে: সারজিস
এর আগে ইকো পার্ক ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষে প্রশিক্ষণ কর্মশালায় সারজিস আলমের পাশাপাশি পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, মুক্তা চাষ কর্মশালার প্রশিক্ষক ড. নজরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় জজ কোর্টের পিপি আদম সুফী অংশগ্রহণ করেন।
]]>