বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে বিশ্বের ১২৬টি দেশের দূষিত শহরের তালিকার ৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল ৯টা ৫২ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শহরটির স্কোর ২১৭। যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৮৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়ার হারজেগোভিনিয়ার সারাজেভো শহর এবং ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। তৃতীয় অবস্থানে পাকিস্তানের করাচি শহর, যার স্কোর ২৪০। এ ছাড়াও ২৩৩ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গোলীয়ার উলানবাটার এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর, যার স্কোর ২১৯। আর রাজধানী ঢাকার স্কোর ২১৭।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
আরও পড়ুন: বছরের প্রথমদিনের শীত ও কুয়াশা নিয়ে নতুন বার্তা
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।