বায়ার্ন শিবিরে জোড়া আঘাত, মৌসুম শেষ ডেভিসের

১ সপ্তাহে আগে
চলতি মৌসুমের শেষভাগে এসে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলফুঁস ডেভিসকে হারালো বায়ার্ন মিউনিখ। জাতীয় দলের হয়ে খেলার সময় ডান হাঁটুতে চোট পান তিনি। এই চোটে কয়েক মাসের জন্য ছিটকে যান কানাডিয়ান এই ডিফেন্ডার।

বুধবার (২৬ মার্চ) ডেভিসের হাঁটুর এসিএল চোটের খবরটি নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এক বিবৃতিতে জানানো হয়, এদিনই তার অস্ত্রোপচার হবে।  

 

কনক্যাকাফ নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় কানাডা। তবে ম্যাচের ১২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডেভিস। পরে তার দীর্ঘ সময়ের জন্য মাঠে বাইরে ছিটকে যাওয়ার খবর দেয় বায়ার্ন। 

 

আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে চান লা লিগা খেলা জিদান মিয়াও, ‌‌‘বাফুফের ডাকের অপেক্ষা’

 

চলতি মৌসুমে আর ফেরার কোনও সম্ভাবনা নেই ডেভিসের। এ বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপেও তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তবে এমন সময়ে ছিটকে পড়া বায়ার্ন মিউনিখের জন্য বড় ধাক্কা। বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক মাক্স ইবের্লের কণ্ঠেও এমনই সুর। 

 

‘দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে সবসময়ই খেলোয়াড়দের চোট নিয়ে ফেরার একটা ঝুঁকি থাকে। এবার (ডেভিসের চোট) আমাদের বড় আঘাত করেছে।’ 

 

আরও পড়ুন: দেশে ফিরেছে বাংলাদেশ দল, সকালে ইংল্যান্ডের বিমান ধরবেন হামজা

 

এদিকে হাঁটুর চোটে ছিটকে গেছেন রক্ষণভাগের আরেক খেলোয়াড় দায়ত উপামেকানো। কিন্ত তার অবস্থা খুব ডেভিসের মতো অতটা গুরুতর নয়। তবুও ফরাসি এই ডিফেন্ডারের সুস্থ হয়ে সময় লাগবে কয়েক সপ্তাহ। 

 

জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে থাকা বায়ার লেভারকুজেন তাদের চেয়ে পিছিয়ে আছে ৬ পয়েন্ট। লিগে শনিবার সেন্ট পাওলির বিপক্ষে খেলবে বায়ার্ন। এর ৬দিন পর তারা মাঠে নামবে আউক্সবুর্কের বিপক্ষে। ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।

]]>
সম্পূর্ণ পড়ুন