বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্র নিহত

৩ দিন আগে
মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে রাকিব মোল্লা নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে কালকিনি শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাকিব মোল্লা উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে ও রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রবিন ওই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের


প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ এলাকা থেকে বিকেলে রাকিব তার বন্ধু রবিনকে নিয়ে মোটরসাইকেলে কালকিনি উপজেলার দিকে যাচ্ছিল। মাঝপথে শিকারমঙ্গল এলাকার পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যায় রাকিব ও রবিন।


পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।


আরও পড়ুন: মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১


নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ‘ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কালকিনি-সাহেবরামপুর সড়কে বাস চলাচল না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’


মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন