স্থানীয়রা জানান, ওয়ার্ড যুবদল নেতা জাহাঙ্গীর ও তারেক গ্রুপের মধ্যে বাস কাউন্টারের টিকিট বিক্রি করা নিয়ে বিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম রুটে চলাচলকারী শাহী ও জোনাকী পরিবহনের ঝুমুর কাউন্টারের টিকেট বিক্রি করাকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও তারেক গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহন হন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাস কাউন্টারের কয়েকজন কর্মী জানান, জেলা যুবদলের নতুন কমিটির পর থেকে যুবদলের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় কাউন্টার দখল করে টাকা উত্তোলন করা হচ্ছে। এখন সে টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার
জেলা যুবদল সভাপতি আব্দুল আলিম হুমায়ুন জানান, আধিপত্য বিস্তার ও ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুস সালাম বলেন, আহত ১৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপর একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় শ্রমিকলীগ নেতার নেতৃত্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা শুনেছি। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·