বাসে তল্লাশি, যাত্রীর ব্যাগে মিলল মানুষের মাথার খুলি-হাড়

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের ভালুকায় বাসে তল্লাশি করে মানুষের মাথার খুলি, হাড়সহ কঙ্কাল পাচারকারী চক্রের তিন সদসকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোর বাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ব্যাগের ভেতরে তল্লাশি করে তিনটি মাথার খুলি, মানবদেহের হাড় জব্দ করা হয়।


সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


আরও পড়ুন: কুমারখালীতে দুই কবর থেকে কঙ্কাল চুরি!


পুলিশ জানায়, তিন আসামি শেরপুরে বিভিন্ন কবর থেকে কঙ্কাল সংগ্রহ করে সেগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। তারা মানবদেহের কঙ্কাল বেচাকেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকারও করেছে। ওই অবস্থায় মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯ এর ১০ ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে ভরাডোবা হাইওয়ে থানার এসআই সবুজ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন।


ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিয়মিত চেকপোস্ট চলার সময়ে শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ শ্রমিক ইউনিয়নের একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় কালো একটি ব্যাগ থেকে দুর্গন্ধ আসতে থাকে। ব্যাগের সঙ্গে থাকা ব্যক্তিকে ভেতর কী আছে জানতে চাইলে, তিনি অর্জুন গাছের ছাল আছে বলে জানান। পরে ব্যাগ তল্লাশি করে ভেতরে মানুষের কঙ্কাল পাওয়া যায়।


আরও পড়ুন: গাজী টায়ার কারখানায় মিলল মানুষের মাথার খুলি ও পোড়া হাড়গোড়


ব্যাগের ভেতরে তিনটি মাথার খুলি, মানবদেহের বড় হাড় ২৮টি, মেরুদণ্ডের হাড়সহ বিভিন্ন অংশের হাড়ের টুকরা ৫০টি পাওয়া যায়। ওই সময় ফারুক হোসেন ও আলমগীর হোসেনকেও একই বাস থেকে আটক করা হয়। পাশাপাশি যাত্রীবাহী ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের বাস জব্দ করা হয়।


তিনি জানান, ওই সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা কঙ্কালগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। চক্রের তিন সদস্যকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন