বাসার ‘উপদেষ্টা’ তিশা, জানালেন ফারুকীর পরিবর্তন নিয়েও!

১ সপ্তাহে আগে
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’। সম্প্রতি তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কথা বলেছেন ফারুকীর পরিবর্তন ও ‘৮৪০’ সিনেমার বিষয় নিয়ে।

একটা সময় অভিনয় গুণে ছোট পর্দার পুরোটাই দখলে ছিল অভিনেত্রী তিশার। এখন কাজ করছেন ক্যামেরার পেছনে। তবে তার মতে এখন দায়িত্ব বেড়েছে। সবটাই নিখুঁতভাবে সামলাতে হচ্ছে।


বর্তমানে কী নিয়ে ব্যস্ত রয়েছেন তিশা এই প্রশ্নে তিনি জানান, ‘মেয়ে ইলহাম আর ‘৮৪০’ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

 

জানালেন ‘শনিবার বিকেল’ মুক্তির প্রসঙ্গেও। খুব শিগগির সেই সুসংবাদ দেবেন বলেও জানিয়েছেন তিশা।

 

উপদেষ্টা হওয়ার পর ফারুকীর অবস্থান নিয়ে তিশা বললেন, ‘বাসাতেতো আমিই ‘উপদেষ্টা’ (মুচকি হেসে)। তবে ফারুকীর তেমন কোনো পরিবর্তন আমি দেখিনি। শুধু পরিবর্তন হয়েছে আগে ছবিয়ালের জন্য কাজ করতো এখন করে পুরো দেশের মানুষের জন্য। এটা খুব ভালো লাগে।’

 

আরও পড়ুন: জাতীয় জাদুঘর ঢেলে সাজানো হবে: ফারুকী

 

তিশা জানালেন, ‘আমার কাজের অনুপ্রেরণা হলো দর্শক ভক্তরা এবং সাংবাদিক ভাইয়েরা। তারা পাশে থাকলেই আমি ভালোভাবে কাজ করে যেতে পারবো।’

 

আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

]]>
সম্পূর্ণ পড়ুন