আগামী রোববার (২৭ জুলাই) জাপানের ক্লাব ভিসেল কোবেলের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার ক্লাব সিউল এফসি ও ৪ অগাস্ট দেগু এফসি'র বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে স্পেনের ক্লাবটির।
জাপান সফর বাতিল নিয়ে এক বিবৃতি দেয় বার্সেলোনা। সেখানে তারা জানায়, 'বার্সেলোনা ঘোষণা করছে যে, প্রচারকারী প্রতিষ্ঠানের গুরুতর চুক্তিভঙ্গের কারণে আগামী রোববার জাপানে অনুষ্ঠেয় ম্যাচটি বাতিল করে দিতে বাধ্য হয়েছে তারা। তবে এই গ্রীষ্মের সফরের দক্ষিণ কোরিয়া অংশের দুটি ম্যাচ সমন্বয় করার কথা ভাবা যেতে পারে, যদি প্রচারকারী প্রতিষ্ঠান চুক্তির কিছু শর্ত পূরণ করে।'
আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক বার্তা পাঠাল বার্সেলোনা
এদিকে জাপানের ক্লাব ভিসেল কোবেলও এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, 'এই ঘটনার কারণে অসংখ্য সমর্থক ও সংশ্লিষ্ট সব পক্ষ যারা এই ম্যাচের অপেক্ষায় ছিলেন, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমরা। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আমাদের ক্লাব চেষ্টা করছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার ও উপযুক্ত পদক্ষেপ নেয়ার।'
এশিয়া সফর শেষে আগামী ১০ আগস্ট ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বার্সা। যা অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি জোহান ক্রুয়েফে। এরপর ১৬ আগস্ট লা লিগার উদ্বোধনী দিনে মায়োর্কার মাঠে বার্সেলোনা শুরু করবে তাদের লা লিগা শিরোপা ধরে রাখার মিশন।