নারীদের চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরের চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। এবারও ফাইনালে উঠেছিল তারা। তবে হ্যাটট্রিক শিরোপা আর জেতা হয়নি তাদের। উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল ১-০ গোলে হারায় তাদের।
এই নিয়ে সাত বছরের মধ্যে ছয়বার ফাইনালে ওঠা বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রেখে, অনেক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি একটিও। প্রবল চাপের মুখে ঘর সামলে রেখে ৭৪তম মিনিটে ব্যবধান গড়ে দেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড স্টিনা ব্লাকস্টেনিউস। তার গোলই ব্যবধান গড়ে দেয়।
আরও পড়ুন: সুলিভানের গোল, মেসি জাদুতে হার এড়ালো মায়ামি
এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপ সেরা হলো আর্সেনালের মেয়েরা। ২০০৭ সালে প্রথম শিরোপাটা জিতেছিল তারা। ফলে ১৮ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল গানার মেয়েরা। তখন সংস্করণটির নাম ছিল উয়েফা উইমেন’স কাপ।