বার্সা নাকি রিয়াল- কার হাতে উঠবে স্প্যানিশ কাপের শিরোপা?

৩ সপ্তাহ আগে
বছরের প্রথম এল ক্লাসিকোতে আজ (রোববার) রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছে বার্সা। অন্যদিকে, সুপার কাপে কাতালানদের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসতে চায় রিয়াল মাদ্রিদ। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।

ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াইয়ের আবেদন এখনও আগের মতোই আছে। তবে সময়ের পরিক্রমায় এই লড়াই রূপ পাল্টেছে। মেসি-রোনলাদোদের যুগ পেরিয়ে এল ক্লাসিকো এখন ভিনিসিউস-বেলিংহাম ও রাফিনিয়া-লামিন ইয়ামালদের লড়াই। তবে ধ্রুপদী লড়াইয়ের রোমাঞ্চ, উত্তেজনা ও ঝাঁজ সেই আগের মতোই।      

 

চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করলেও, লিগ শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে আছে লস ব্লাঙ্কোসরা। আক্রমণভাগের খেলোয়াড়রা দারুণ ফর্মে আছেন। নিয়মিত গোল পাচ্ছেন ভিনিসিুউস, এমবাপ্পে, রদ্রিগো এবং বেলিংহাম। আর সুযোগ পেলেই নিজেদের প্রমাণ করছেন আর্দা গুলার, ব্রাহিম দিয়াজ এবং কামাভিঙ্গারা।  

 

আরও পড়ুন: ২০২৪ সালে এক সেকেন্ডের জন্য নেইমার পেয়েছেন ৫০ লাখ টাকা

 

তবে বার্সার বিপক্ষে মাদ্রিদের বড় দুশ্চিন্তার জায়গা তাদের রক্ষণভাগ। এল ক্লাসিকোর আগে সে কথাই মনে করিয়ে দিয়েছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। আর উড়িয়ে দিয়েছেন বেলিংহামের ইনজুরির খবর। এই ম্যাচ জিতে সুপার কাপে বার্সার সর্বোচ্চ ১৪ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে চায় রিয়াল।  

 

বার্সার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে রিয়াল বস বলেন, 'বেলিংহাম ভালো আছে। সে খুব তাড়াতাড়ি সেরে উঠেছে। বার্সেলোনার বিপক্ষে প্রতিটা ম্যাচই রোমাঞ্চকর। তবে আমাদের ডিফেন্স ঠিক রাখতে হবে। ভারসাম্য বজায় রাখতে সবাইকে সম্মলিতভাবে চেষ্টা করতে হবে। রক্ষণভাগ ভালো হলেই জয়ের সম্ভাবনা বেড়ে যায়।'      

 

অন্যদিকে, শুরুটা ভালো করলেও মৌসুমের মাঝপথে এসে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে। বার্সা কোচের ভরসা তরুণ লামিন ইয়ামাল। এছাড়া চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়াও গড়ে দিতে পারেন পার্থক্য। এ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত লা-লিগায় রেজিস্ট্রেশন জটিলতায় থাকা দানি ওলমো। আর শিরোপা জিতে মৌসুমের মাঝপথে দলকে বুস্টআপ করতে চান বার্সা কোচ।   

 

আরও পড়ুন: চতুর্থ সারির ক্লাবকে নিয়ে ছেলেখেলা করে জিতল ম্যানসিটি 

 

এ প্রসঙ্গে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, 'এল ক্লাসিকো সবসময়ই রোমাঞ্চকর। আমরা যদি মৌসুমের মাঝপথে শিরোপা জিততে পারি, তাহলে তা পুরো দলকে আত্মবিশ্বাস জোগাবে। ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'  

 

এল ক্লাসিকতে বার্সার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা রয়েছে রিয়াল মাদ্রিদের। নিজেদের ঘরের মাঠে এর আগে ৪-০ গোলে হেরেছে দলটি। তবে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে বার্সেলোনা।

]]>
সম্পূর্ণ পড়ুন