একটি ফটোকার্ডের ১৬ মার্চ, ২০২৫ তারিখ উল্লেখ করা হয়েছে। তবে ওই দিন এমন কোনো ফটোকার্ড সময় সংবাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবলিশ করা হয়নি।

তাছাড়া ‘বারবার সালামি চাওয়ায় জুনিয়রকে কোপালো সিনিয়র’- শিরোনামে কোনো খবর সময়-এর টেলিভিশন, নিউজপোর্টালসহ কোনো প্ল্যাটফর্মে প্রচারিত বা প্রকাশিত হয়নি।

সময়-এর লোগো এবং টেমপ্লেট ব্যবহার করে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।