বাবুবাজারে ছিনতাই করতে গিয়ে ২ যুবক গ্রেফতার

১ সপ্তাহে আগে
রাজধানীতে ছিনতাই করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই যুবক। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: মো. আমির হোসেন (২৭) ও মো. তহিদুল ইসলাম মানিক (৪৫)।


কোতোয়ালি থানা সূত্র জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে তথ্য পাওয়া যায়, বাবুবাজার ব্রিজের নিচে কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয়েছেন। এর ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।


এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমির হোসেন ও তহিদুলকে ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন: দারুস সালাম এলাকায় পেশাদার ৩ ছিনতাইকারী গ্রেফতার


তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন।


এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন