বাবার অসুস্থতায় স্মৃতির বিয়ের অনুষ্ঠান স্থগিত

৩ দিন আগে
মাত্রই ভারতকে প্রথমবারের মতো ওয়ানডের বিশ্বকাপ জিতিয়েছেন। স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে তাই চারদিকে ব্যাপক আলোচনা চলছিল। কিন্তু আকস্মিক এক পারিবারিক সংকটের কারণে স্থগিত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। স্মৃতি মন্ধানার বাবা, শ্রীনিবাস মান্ধানা বিয়ের প্রস্তুতি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি স্মৃতির বিজনেস ম্যানেজার তুহিন মিশ্র নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সাংলির সামদোল এলাকায় মান্ধানা ফার্মহাউসে।

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে শ্রীনিবাস মান্ধানাকে দ্রুত সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তাকে। পরিবারঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্মৃতি ও তার নিকটজনরা হাসপাতালে ছুটে যান।


বর্তমানে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনিবাসের অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রয়েছে—যা কঠিন পরিস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তি দিচ্ছে। বিয়ের আয়োজক কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আজকের (২৩ নভেম্বর) অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিয়ের নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি।


স্মৃতির ম্যানেজার বলেন, 'আজ সকালে নাশতা করার সময় স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কিছু। কিন্তু তার অবস্থা খারাপ হতে থাকল। কোনো ঝুঁকি না নিয়ে আমরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাই। এখন তিনি পর্যবেক্ষণে আছেন।'

 

আরও পড়ুন: প্রথম ২ ওভারেই পাকিস্তানের দুই ব্যাটারকে বিদায় করল বাংলাদেশ


তিনি আরও যোগ করেন, 'আপনারা জানেন, স্মৃতি তার বাবার খুব কাছের। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আজকের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তিনি এখনো পর্যবেক্ষণে, এবং ডাক্তার বলেছেন তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমরাও মানসিকভাবে বিপর্যস্ত, এবং চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।'


গণমাধ্যমকে জানানো হয়েছে, স্মৃতি ও পালাশ মুচ্ছলের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার পর সামদোলের বিয়ের ভেন্যুতে সাজসজ্জা অপসারণের কাজ চলছে।


দম্পতি ও তাদের পরিবার শ্রীনিবাস মান্ধানার চিকিৎসা ও সুস্থতাকে প্রাধান্য দিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।


২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে কাছের আত্মীয়স্বজন ও ভক্তদের উপস্থিতিতে স্মৃতি ও পালাশের বিয়ে হওয়ার কথা ছিল। নারী ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্যও বিয়ের উৎসবমুখর প্রস্তুতিতে স্মৃতির সঙ্গে ছিলেন।

 

আরও পড়ুন:  হেমিংয়ের প্রশংসা করে পাইলট বললেন, মিরপুরেও ভালো উইকেট বানানো সম্ভব


গত কয়েক দিন ধরে দম্পতির বলিউড-স্টাইলের প্রাক-বিবাহ হলুদ অনুষ্ঠান, মেহেদি, এমনকি বর-কনের নেতৃত্বে প্রীতি ক্রিকেট ম্যাচ—এসবের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন তাদের বিয়ের আনুষ্ঠানিকটার জন্য একটু বেশি অপেক্ষা করতে হবে।


রঙিন হলুদ ও মেহেদি অনুষ্ঠান থেকে শুরু করে ছোটোখাটো ক্রিকেট ম্যাচ পর্যন্ত, পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিয়ে জমকালো আয়োজন ছিল পরিকল্পনায়। কিন্তু আপাতত বাকি সব উৎসব অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন