সদ্যই সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফ। স্ত্রী ইসরাত জাহান তারিন বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেয়ায় ক্ষুব্ধ অনুসারীদের চালানো তাণ্ডবে সব শেষ আলিফের। স্ত্রী হলেন বিধবা, তাসকিয়া হারালেন বাবা। আর অনাগত সন্তান জানলোই না বাবা নামক ভালোবাসা।
সাত ভাইবোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ছিলেন চতুর্থ। লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাস করেছিলেন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে নিযুক্ত হন আইন পেশায়।
আরও পড়ুন: আইনজীবী সাইফুল হত্যায় আটক ৩০
এদিকে বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামে দুই দফায় অনুষ্ঠিত হয় আইনজীবী সাইফুলের জানাজা। তাতে ঢল নেমেছিল হাজারো মানুষের। যোগ দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও। জানাজা শেষে সবার একটাই দাবি: দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হোক হত্যাকারীদের।
]]>