টি-টোয়েন্টিতে বাবর ব্যাট করেন ১২৯ এর কিছু বেশি স্ট্রাইকরেটে। এভাবে ব্যাট করেই মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৩ হাজার ৩০০ রানের জুটি গড়েছেন তিনি, যা পাকিস্তান তো বটেই, সব দেশকে বিবেচনায় নিলেও সর্বোচ্চ। তাও বাবরের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা প্রচুর। সম্প্রতি তার খেলার ধরনের কিছুটা সমালোচনা করেছিলেন তারই সতীর্থ মোহাম্মদ হারিস।
হারিস নিজে ব্যাট করেন ১৪৪ এর বেশি স্ট্রাইকরেটে। ২৩ ম্যাচের ক্যারিয়ারে করেছেন ৩৯১ রান। যে কারণে তাকে টি-২০ সেটআপে রেখেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি তিনি রয়েছেন পাকিস্তানের এশিয়া কাপের দলেও।
স্থানীয় এক ইউটিউব চ্যানেলে হারিস বলেছিলেন, ‘সন্দেহ নেই, বাবর ও রিজওয়ান পাকিস্তান অনেক ভালো ভালো পারফরম্যান্স দিয়েছে। কিন্তু নজির স্থাপন করতে হলে আপনাকে জুনিয়রদের সুযোগ করে দিতে হবে। বাবরের উচিত দ্রুত (স্ট্রাইকরেট ভালো রেখে) টি-২০ খেলা।’
আরও পড়ুন: এশিয়া কাপের ১৭ সদস্যের ১৬ জনকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজের দল
এই সমালোচনার জন্য হারিসকে লাঠিপেটা করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। ইউটিউবে এক ভিডিওতে তিনি বলেছেন, ‘যদি হারিস এটা বলে থাকে, তবে তাকে লাঠিপেটা করা উচিত। হারিস, বাবরকে নিয়ে কথা বলার তুমি কে? অধিনায়ক পরিবর্তন হয়েছে। বাবর যদি অধিনায়ক থাকত, তাহলে হারিস কি এটা বলত?’
একই ভিডিওতে হারিসকে এক হাত নিয়েছেন সাবেক ক্রিকেটার তানভীর আহমেদও। তানভীর বলেন, ‘হারিস, তুমি কত বড় খেলোয়াড় হয়ে গেছো যে সাক্ষাৎকারে বাবরের স্ট্রাইকরেট উন্নতি করার কথা বলো? ভাই, প্রথমে তোমার নিজের মূল্য তৈরি করো, তারপর বিশ্বসেরা একজনকে নিয়ে কথা বলো।’