প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান ডা. জাহিদের

২ ঘন্টা আগে
প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্রসংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই আহ্বান জানান তিনি।

 

জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে।

 

তিনি আরও বলেন, ‘জাকসুতে কেবল ছাত্রদলই নয়, স্বতন্ত্রসহ প্রায় সব প্যানেলের প্রার্থীরাই নির্বাচন বর্জন করছে।’

 

কোনো পক্ষের দিকে হেলে পড়া থেকে বিরত থাকতে নির্বাচন আয়োজকদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

আরও পড়ুন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ: সালাহউদ্দিন

 

যেকোনো রকমের বিভাজনসৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন ডা. জাহিদ বলেন, ‘গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে।’

 

পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যহত করতে চায় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন