রাতেই কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের সাথে দেখা করবে চাঁদ

২ ঘন্টা আগে
রাতের আকাশে আবারও ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য। আমেরিকান জ্যোতির্বিদ ডেভ ইচার এমনই বার্তা দিয়েছেন। তার মতে, সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহের শেষ দিকেই কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের সাথে দেখা করবে চাঁদ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাস্ট্রোনমির প্রতিবেদন থেকে জানা যায়, পৃথিবীর সবচেয়ে কাছের ও সেরা নক্ষত্রপুঞ্জকে অতিক্রম করতে চলেছে চাঁদ। এ নক্ষত্রপুঞ্জ এম৪৫ নামে পরিচিত।

 

বাংলায় এ নক্ষত্রপুঞ্জকে বলা হয় কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ। এটি প্লেয়াডিস তারাগুচ্ছ নামেও পরিচিত। জ্যোতির্বিদ ডেভ ইচার বলছেন, চাঁদ তার কক্ষপথে এগিয়ে যাওয়ার সময় এ নক্ষত্রমণ্ডলের কাছাকাছি চলে আসবে।

 

এদিকে আর্থ স্কাইয়ের প্রতিবেদন বলছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর)ই এ অপরূপ দৃশ্য দেখার সুযোগ ঘটবে বিশ্ববাসীর। রাতেই নক্ষত্রপুঞ্জের খুব কাছাকাছি অবস্থানে থাকবে চাঁদ। 

 

১২ সেপ্টেম্বর রাত থেকে ১৩ সেপ্টেম্বর ভোর সময়ে নক্ষত্রমন্ডল অতিক্রম করবে চাঁদ। ছবি: সংগৃহীত

 

আরও পড়ুন: চন্দ্রগ্রহণ কেন হয়?

 

জ্যোতির্বিদদের মতে, এ মহাজাগতিক দৃশ্য রাত যত গভীর হবে ততই ভালো স্পষ্ট হবে। তাছাড়া ওই সময় রাতের আকাশে চাঁদ ও নক্ষত্রপুঞ্জ উভয়ই বেশ উজ্জ্বল থাকবে। যে কারণে খালি চোখেই স্পষ্ট দেখার সুযোগ ঘটতে পারে।

 

আরও পড়ুন: এক সারিতে দাঁড়াচ্ছে ৭ গ্রহ!

 

প্রকৃতির এ খেলা বৃষ রাশির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রমণ্ডলের আশেপাশে দেখা যাবে। তাই পৃথিবীর উত্তরাংশের মানুষ এ মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন