বাবরের পক্ষে করা পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর

২ সপ্তাহ আগে
বাবরের খারাপ সময়ে তার পক্ষে কথা বলে বিপদে পড়েছিলেন ফখর জামান। এরপর বাবরের পক্ষে কথা বলার জন্য ফখরকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরের পক্ষে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর।

সম্প্রতি এক অনুষ্ঠানে ফখর ব্যাখ্যা করেছেন কেন বাবরের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। ফখর এটাও বলেছেন, বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি।


ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’


আরও পড়ুন: ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যে তারকারা 
 

Fakhar Zaman 🗣️: "I tweeted because I felt Babar Azam’s services were being disregarded by critics. It had nothing to do with the board." pic.twitter.com/Eh7ubxNVX2

— Hassan Abbasian (@HassanAbbasian) December 23, 2024



ফখর মনে করেন বাবরের অর্জনকে ছোট করে দেখা হচ্ছে। এ জন্যই করেছেন পোস্ট। সেই অনুষ্ঠানে ফখর বলেন, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’


এদিকে তরুণ প্রজন্মকে সতর্ক করে ফখর বলেন, ‘আমি বুঝতে পারছি যে, কেউই বোর্ডের উর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এটাও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যা, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন