বাবরকে নিয়ে ‘কিং কার লেগা’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান আলী

২ দিন আগে
বাবর আজমকে সময়ে সময়ে মানুষ ‘ফেব ফোর’ সদস্যদের তালিকায় ঢুকিয়ে ‘ফেব ফাইভ’ বানানোর পক্ষে। বিশ্ব ক্রিকেটে যখন তার স্থান এমন জায়গায়, তখন পাকিস্তানি সমর্থকরা তাকে ‘কিং’ ডাকতেই পারেন। শব্দটি ব্যবহার করেছিলেন স্বয়ং বাবর আজমের জাতীয় দলের সতীর্থ হাসান আলী।

ব্যাটে বাজে সময় যাচ্ছে বাবর আজমের। তার প্রতি সমর্থন জানিয়ে ‘কিং কার লেগা’ কথাটি বলেছিলেন হাসান। যার বাংলা মানে দাঁড়ায়, ‘রাজা করে দেখাবে’। মন্তব্যটি নিয়ে পাকিস্তানি সমর্থকরা সমালোচনায় মুখর। সমালোচনার মাঝে এই কথার জন্য ক্ষমা চাইতে হলো হাসান আলীকে।


সম্প্রতি জাতীয় দলে ব্যর্থতার পর চলমান পিএসএলের দুই ম্যাচেও বাবর আজমের ব্যাট কথা বলেনি। পেশোয়ার জালমি ব্যাটার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আউট হন ১ রান করে।


আরও পড়ুন: পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির ক্যাপ দখলে নিলেন রিশাদ


হাসান আলী ক্ষমা চেয়েছেন তার দল করাচি কিংস লাহোর কালান্দর্সের বিপক্ষে ৬৫ রানে হারের পর। ওই ম্যাচে ২৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন হাসান। তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন ‘কিং কার লেগা’ বলাটা ভুল ছিলো, তাহলে আমি সব ভক্তের কাছে, এমনকি বাবরের কাছেও ক্ষমা চাইছি।’


সমালোচনার মাঝেও হাসান তার কথার পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘সে (বাবর) সেরা ছিল, এখনও সেরা, এবং খুব শিগগিরই সে ফর্মে ফিরে আসবে। সবাইকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন