গত শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালামাপুরে বসে ৩৫তম এএফসি কংগ্রেস। যেখানে অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
এ কংগ্রেসের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে। এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার অনুদান পেতো বাফুফে। এবার সেই বাজেট ৬৩ শতাংশ বৃদ্ধি করেছে এএফসি। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে ২.৫ মিলিয়ন ডলার পাবে দেশের ফুটবল ফেডারেশন।
বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি বলেন, 'আমাদের খেলাধুলার ইনভেস্টমেন্ট (এএফসি) বৃদ্ধি করেছে। এছাড়াও, এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার পাই। সেটা আমাদের একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলো উন্নয়নের জন্য ২.৫ মিলিয়ন ডলার আমাদের দিচ্ছে।'
আরও পড়ুন: জাতীয় দলের কারো সঙ্গে দ্বন্দ্ব নেই: ফাহমেদুল
এদিকে ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ এখনও খরচ করতে পারেনি বাফুফে। গত বছরের ডিসেম্বরের কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিলো ফেডারেশনের। তবে সে অর্থ খরচ না করতেই আবারও স্টেডিয়াম উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিললো এএফসি থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এ বিষয় থাকবে আলোচনায়।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, 'ফিফার একটা প্রজেক্টের সঙ্গে আরেকটা প্রজেক্ট সমন্বয় করা সম্ভব না। এটা ফিফা থেকেই সিদ্ধান্ত হয়েছে। ফলে আমরা জমিটা হাতে পাওয়ার পরই কাজ শুরু করবো। সেজন্য আমরা প্রতিনিয়ত কক্সবাজারের ডিসির সঙ্গে যোগাযোগ রাখছি।'
এদিকে হামজা চৌধুরির লালসবুজ জার্সি গায়ে জড়ানোর পর, বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে সবার। ভারতের বিপক্ষে ম্যাচের পর র্যাঙ্কিংয়েও এগিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের বাইরেও প্রশংসা বেড়েছে বাংলাদেশ ফুটবলের।