বানিয়াচংয়ে ৯ জন নিহতের মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

৪ সপ্তাহ আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহতের ঘটনায় করা মামলার আসামি আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করে আজমিরীগঞ্জ থানার পুলিশ। পরে তাদেরকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন: আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়।

 

আরও পড়ুন: রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ জন শহীদ হন। হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে আসামী করা হয়। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

]]>
সম্পূর্ণ পড়ুন