বাণিজ্য মেলায় ছোট উদ্যোক্তাদের পণ্য প্রমোশনে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা

৩ সপ্তাহ আগে
বাণিজ্য মেলায় ছোট উদ্যোক্তাদের পণ্য প্রমোশনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান। সব মিলিয়ে এসব স্টলে সরাসরি তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন ৪৬ জন উদ্যোক্তা। গৃহস্থালি ও নিত্যব্যবহার্য নানা পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন তারা। উদ্যোক্তারা বলছেন, মেলার শুরুর দিন থেকেই তাদের স্টলে ভিড় করছেন ক্রেতারা।

উদ্যোক্তা পলি। ছোটবেলা থেকেই ধরাবাঁধা চাকরি করতে চাননি। সেই স্বপ্ন থেকেই পরবর্তীতে চাকরি ছেড়ে আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে হাতের কাজের নানা পণ্য নিয়ে গড়ে তোলেন অপ্সরী বুটিকস নামের ছোট্ট উদ্যোক্তা প্রতিষ্ঠান।

 

পলির মতো ছোট উদ্যোক্তা যারা, তাদের বেশিরভাগের পক্ষেই সম্ভব হয় না বাণিজ্য মেলায় আলাদা স্টল নেয়ার। তবে তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান।

 

আরও পড়ুন: বাণিজ্য মেলায় বাহারি দেশি-বিদেশি গৃহস্থালি পণ্য, চাহিদা কেমন?

 

পলি বলেন, বেশকিছু প্রতিষ্ঠান বড় স্টল নিয়ে ছোট ছোট অংশ ভাগ করে একাধিক উদ্যোক্তাকে পণ্য বিক্রির সুযোগ করে দিয়েছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

 

চলতি বছর বাণিজ্য মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জয়িতা ফাউন্ডেশন দিয়েছে আলাদা তিনটি স্টল। এসব স্টলে ৪৬ জন উদ্যোক্তা সরাসরি তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন।

 

উদ্যোক্তারাও বলছেন, একই স্টলে একাধিক উদ্যোক্তার পণ্য থাকায় প্রতিযোগিতা জমে উঠেছে। তবে মেলায় পণ্য বিক্রিতে ভালোই সাড়া মিলছে।

 

বিসিকের কারিগরি সহকারী প্রিন্স লিপন জানান, বাণিজ্য মেলা স্টল নিতে অনেক টাকা লাগে। একজন ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে সেটি ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই বিসিকের উদ্যোগে কম খরচে বেশ কিছু উদ্যোক্তাকে তাদের পণ্য বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: বাণিজ্য মেলায় খণ্ডকালীন কাজের সুযোগ, আগ্রহ বাড়ছে তরুণদের

 

এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতারাও। পণ্যের দাম ও মান নিয়েও সন্তুষ্ট তারা। ক্রেতারা বলেন, এটি খুবই ভালো একটি উদ্যোগ। এতে একদিকে যেমন উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে ক্রেতারাও পণ্যে বৈচিত্র্য খুঁজে পাচ্ছেন। দামও তুলনামূলক কম।

 

এসব স্টলে জায়গা করে নিয়েছে উদ্যোক্তাদের ব্লক, বাটিক, চামড়াজাত ও পাটজাত পণ্য, শুকনা খাদ্যসামগ্রীসহ রিসাইক্লিং পণ্যের প্রতিষ্ঠান।

]]>
সম্পূর্ণ পড়ুন