বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের যৌথসভা

৩ সপ্তাহ আগে
সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে যৌথ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

 

মতবিনিময় সভায় দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। বিশেষ করে ফল ও মসলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর ওপর জোর দেয়া হয়।

 

বাংলাদেশের ব্যবসায়ীরা বলেন, বাণিজ্যিক ভিসা প্রক্রিয়া সহজিকরণ, ভারতীয় অংশে সরু রাস্তা প্রশস্ত করা এবং মাসে অন্তত একবার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক আয়োজন করলে বাণিজ্যে গতিশীলতা বাড়বে।

 

আরও পড়ুন: বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল

 

ভারতীয় ব্যবসায়ীরা জানান, গাড়ির সংখ্যা বাড়লেও রাজস্ব আদায় কমেছে। তারা জানান, একসময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। ভারত ইতোমধ্যে নিজ সীমান্তে সড়ক সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বলেও জানান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা কবিরুল ইসলাম খান, মহদিপুর সিএ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগন্নাথ ঘোষ, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষসহ দুই দেশের ব্যবসায়ী নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন