বাঘায় বিএনপি-ছাত্রশিবিরের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

২ সপ্তাহ আগে
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহীর বাঘায় বিএনপি ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ মার্চ) দিনগত রাতে উপজেলার বাউসা বাজারে হওয়া এ ঘটনায় আহত হয়েছেন দুজন। ভাঙচুর করা হয়েছে দোকানপাট ও মোটরসাইকেল।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বাউসা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি সৌরব আহমেদের গতিরোধ করে মারধর করে বিএনপিকর্মী রাজীব হোসেন, আরাফাত আহমেদ ও মোমিন হোসেন ও তাদের সহযোগিতা। এর জেরে রাত ৮টার দিকে বাউসা বাজারে থাকা রাজিবের ওপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা। মারধরের খবর শুনে বাজারে ছুটে আসে বিএনপির নেতাকর্মীরা। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘পাওনা টাকা’ নিয়ে পূর্ববিরোধে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত


এ সময় জামায়াতের কর্মী মিজানুর রহমানের ওষুধের দোকান, রফিকুল ইসলামের জুতার দোকান ও ইমারত শ্রমিক আকবর হোসেনের দোকানে ভাঙচুর করা হয়। এছাড়া জামায়াত নেতা মজিবর রহমান ও আমির উদ্দিনের মোটরসাইকেল এবং আক্কাছ আলীর ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।


এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, ঘটনা জানার পর বাউসা বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত সৌরভ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন