শুক্রবার (২ মে) বিকেলে শহরের দশানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে পৌর এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, রায়হান জোয়ার্দার, শাহেদ সোমি বাদশাহ, মাসুম বিল্লাহ ও সুমন পাইক প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত সরকারের সময়ে বাগেরহাট শহরের কোনো সড়কের উন্নয়ন হয়নি বরং রাস্তা সংস্কারের নামে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ লুটপাট হয়েছে।
আরও পড়ুন: জমি দখলে বাধা দেয়ায় কলেজছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখম
এ সময় তারা দাবি করেন, সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও সহকারী প্রকৌশলী রেজাউল হক রিজভী দুর্নীতির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম করেছেন।
বক্তারা বলেন, দুর্নীতির অভিযোগে মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী রিজভী এখনও দায়িত্বে বহাল থেকে অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধন থেকে অনতিবিলম্বে টিএম রেজাউল হক রিজভীকে অপসারণের দাবি জানান তারা।
]]>