বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

৩ দিন আগে
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় সিক্ত খাতুন (২৬) নামে এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ও অন্য এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিক্ত খাতুন উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। আহতরা হলেন ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) এবং যাত্রী শাহেব আলী (৬৫)।

 

আরও পড়ুন: সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবুল কালামের

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবাহিরদিয়া জোড়াকবর এলাকা থেকে ফকিরহাট বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ভ্যানটি। পথে বিপরীত দিক থেকে আসা রূপসাগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিক্ত খাতুন মারা যান।

 

আহত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পালিয়ে যাওয়া ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করেছে বাহিরদিয়া ক্যাম্প পুলিশ।’

]]>
সম্পূর্ণ পড়ুন