পরে জব্দকৃত নিষিদ্ধ জাল তেঁতুলিয়া নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৪ মে) রাত ৮টা থেকে শুরু করে ১৫ মে সকাল ৭টা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিসুর রহমান, কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মেহেন্দীগঞ্জে ১৬ মণ জাটকা জব্দ, ৯৭ হাজার মিটার জাল ধ্বংস
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, ‘বুধবার রাতভর অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’