মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্ফুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিত নজরুল আইসক্রিম বিক্রেতা ও ওই গ্রামের সিদ্দিক মাতবরের ছেলে। অভিযুক্তরা হলেন নজরুলের আপন ভাই আবু তাহের (৩৫) ও মোফাজ্জল মাতবর (৪১)।
আরও পড়ুন: ‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে প্রাণ দিলেন যুবক
স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় সালিশে নজরুলকে জমিতে ধান রোপণের অনুমতি দেয়া হয়। মঙ্গলবার সকালে তিনি বীজ রোপণ করতে গেলে তার দুই ভাই তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নজরুলকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ জামান বলেন, ‘অভিযোগের পর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
]]>