বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারসংলগ্ন বুলু গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ ওই এলাকার সোহাগ হোসেন হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: ইলিশ কিনতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ যুবক
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল আরিফ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·