বাউফলে নকল স্টাম্পে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড

৩ দিন আগে
পটুয়াখালীর বাউফলে নকল স্টাম্প ব্যবহার করে জাল দলিল ও দাখিলা তৈরির অপরাধে তারিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে সাবরেজিস্ট্রি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় মো. ইব্রাহিম (৩১) নামে এক হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন: বরগুনায় দুই পল্লী চিকিৎসককে কারাদণ্ড, দুজনকে জরিমানা


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন