বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন চাল

৪ সপ্তাহ আগে
এবার পাথরের পাশাপাশি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চালগুলো আমদানি করা হয়। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাল আমদানির বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।


তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে সড়ক পথের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ বন্দর দিয়ে কিছু পণ্য রফতানি হয়ে থাকলেও সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে। গেল মঙ্গলবার স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে ৪টি পণ্যবাহী ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে।

 

আরও পড়ুন: দুদিন বন্ধ থাকার পর দেশে আসছে ভারতের আলু ও পেঁয়াজ


চালগুলো আমদানি করেছে আল আমিন এন্টারপ্রাইজের মাধ্যমে পহর ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। পাথরের উপর নির্ভরশীল এই বন্দরটি দিয়ে সচরাচর চাল আমদানি করা হয় না। সরকার অনুমতি দিলেই চাল আমদানি করা হয়। দুই বছর আগেও চাল আমদানি হয়েছিল বলেও জানান তিনি।


এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ ও সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ পরিচালক নুর হাসান সময় সংবাদকে বলেন, চালগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যে চাল এসেছে, তা ফ্রেশ এবং গুণগত মানও ভালো।

]]>
সম্পূর্ণ পড়ুন