বাংলাদেশের ‘লোক’ লড়বে আমেরিকার ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টে

২ সপ্তাহ আগে
কয়েকজন কর্মজীবী তরুণ খুব ছোট পরিসরে চ্যালেঞ্জ নিয়েছিল গল্প তৈরির। নিজেদের দলের নাম দিয়েছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস’ (এফএনএফ)। শুরুতে তারা তৈরি করে ১০টি শর্ট ফিল্ম। সেই শর্ট ফিল্মগুলোর একটা ‘লোক’। যা আন্তর্জাতিকভাবে খ্যাতি পেতে যাচ্ছে।

তৈরির ঠিক এক বছর পর ‘লোক’ এর জন্য এলো আনন্দের সংবাদ। ‘লোক’ লড়বে আমেরিকার ফ্যান্টাস্টিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের ফ্ল্যাগশীপ বিভাগ ‘ফ্যান্টাস্টিক শর্টস’-এ।


পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশকিছু শর্টফিল্ম বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তার নির্মাণ। তিনি বলেন, ‘লোক একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মটি তুলে ধরতে। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। টিমের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’


তিনি আরও যোগ করেন, ‘যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।’

 

আরও পড়ুন: দ্বিতীয় দিনেও জমজমাট ‘রেড মুন অ্যারেনা’ উৎসব


যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বেশ জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব এটি। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমা-র জন্য। আগামী ১৮ সেপ্টেম্বর-২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসতে এই ফেস্টের ২০তম আসর। ২০০৫ সাল থেকে প্রতি বছর অস্টিন, টেক্সাস-এ অনুষ্ঠিত হয়ে আসছে।


সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, ‘লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের তেমন গর্বেরও বটে।’


লোক-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।


এফএনএফ’র এর মুখপাত্র ও লোক-এর স্ক্রিনপ্লে রাইটার শেখ কোরাশানী বলেন, ‘সত্যি কথা বলতে, আমদের অনেক স্বপ্নের এই প্রোজেক্ট-টা যে আলোর মুখ দেখবে এটা আমরা নিজেরাই ভাবি নাই। সেখান থেকে বিশ্ব সিনেমার বিভিন্ন উৎসবে আমাদের সিনেমাগুলো সিলেক্ট হচ্ছে এটা আমাদের জন্য সত্যিই আনন্দের। এর আগে সোলমেট (কো-রাইটার) রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট হয়েছিল, আর এবার ‘লোক’ যাবে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টের মূল প্রতিযোগিতায়। এই অর্জনগুলো আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা যোগাবে।’

 

আরও পড়ুন: কালজয়ী নক্ষত্রের জন্মবার্ষিকী / যেভাবে নিখোঁজ হন জহির রায়হান


সাভারের একটি এলাকায় শুট হয়েছে ‘লোক’র। এই শর্টফিল্মটি এক্সিকিউটিভ প্রডিউসিং ও এডিটিং করেছেন কনক খন্দকার। সিনেমাটোগ্রাফি করেছেন রাফি উদ্দিন। মিউজিক কম্পোজ করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম করেছেন নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট করেছেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য। সার্বিক সহযোগিতায় ছিল এফএনএফ টিমের অন্যান্যরা। কোরাশানী বলেন, ‘সত্যি কথা বলতে, আমদের অনেক স্বপ্নের এই প্রোজেক্ট-টা যে আলোর মুখ দেখবে এটা আমরা নিজেরাই ভাবি নাই। সেখান থেকে বিশ্ব সিনেমার বিভিন্ন উৎসবে আমাদের সিনেমাগুলো সিলেক্ট হচ্ছে এটা আমাদের জন্য সত্যিই আনন্দের। এর আগে সোলমেট (কো-রাইটার) রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট হয়েছিল, আর এবার লোক যাবে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টের মূল প্রতিযোগিতায়। এই অর্জনগুলো আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা যোগাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন