সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’
বর্তমানে সাকিব আল হাসান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি সাকিব।
আরও পড়ুন: নাসিরের ফিফটিতে জিতলো রংপুর, তিন দিনেই চট্টগ্রামকে হারালো সিলেট
তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি, তার দলও হেরেছে।
এখনো পর্যন্ত ৪ ম্যাচে খেলে সবকটিতে হেরেছে সাকিবের দল। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে আছে তারা।
আরও পড়ুন: ফলো-অন না দিয়ে ব্যাটিংয়ে দ. আফ্রিকা, ভারতকে চাপে রেখে তৃতীয় দিন শেষ
গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
এ কারণেই মূলত আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের মানুষ। বিশেষজ্ঞদের মতে, দেশে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আর এ খবরে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন দেশের মানুষ।
]]>
২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·