রাওয়ালপিণ্ডিতে ৫ উইকেট পেয়ে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন মিরাজ। তবে বাংলাদেশে সেরকম কোনো ব্যবস্থা নেই। সিলেট টেস্টে ৫ উইকেট নেয়ার পর বোর্ডকে এমন কিছু চালু করার পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা অত বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন।’
এদিকে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে দিন শেষ করা জিম্বাবুয়েকে আজ ২৭৩ রানের মধ্যে অলআউট করে টাইগাররা। তবে এরপরেও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছে সফরকারীরা।
আরও পড়ুন: বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো বাংলাদেশ নারী দল
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে এখনও ২৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। তবে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে চায় বাংলাদেশ।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এখন যে উইকেট তাতে মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি... ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ৩৫০ থেকে যদি ৪০০ রান করার। এটা দলের জন্য অনেক ভালো হবে।’
জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। মিরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ উইকেটে অনেক পরিবর্তন আসবে। অবশ্য ব্যাটারদের ওই দায়িত্বটা নিয়ে ব্যাটিং করতে হবে।’