সোমবার (২১ এপ্রিল) ম্যাচের দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে দিন শেষ করা জিম্বাবুয়েকে আজ ২৭৩ রানের মধ্যে অলআউট করে টাইগাররা। তবে এরপরেও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে এখনও ২৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। উইকেটে অপরাজিত আছেন মাহমুদুল জয় এবং মুমিনুল হক।
বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে অনেকটা এগিয়ে থাকলেও এই ম্যাচ এখনও ভারসাম্যে আছে বলে মনে করেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। যেকোনো দল জিততে পারে, এমনটা মানলেও সর্বস্ব দিয়ে জয় ছিনিয়ে নিতে চাইছে সফরকারীরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার বলেন, ‘(ম্যাচ জেতার) দারুণ সুযোগ আমাদের সামনে। কালকে আবার এসে ভালোভাবে লড়াই করতে হবে আমাদের। এই ম্যাচে এখনও অনেক খেলা বাকি আছে। ফলে আগে থেকে কিছুই জানতে পারবেন না আপনি। কাল এসে লড়াই করব আমরা।’
উইকেট নিয়ে বেনেট জানান, ‘এখন মনে হচ্ছে (উইকেট) ব্যাটিংয়ের জন্য কিছুটা সহজ হচ্ছে। শুরুতে বেশি টার্ন ছিল। তবে প্রথম দিনে সময়ের সাথে সাথে উইকেট সহজ হয়েছে ব্যাটিংয়ের জন্য। সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে।’
আজ দিনের শুরুতেই ৩ উইকেট নিয়েছেন নাহিদ রানা। তাই সংবাদ সম্মেলনে উঠেছে এই গতিময় পেসারের কথাও। তার সম্পর্কে বেনেট বলেন, ‘অবশ্যই তার (রানার) ভালো গতি আছে। আমি খেলার আগে বল ভালো করে দেখে নেই। আমার দিক থেকে কিছু মিস এক্সিকিউশন ছিল যে কারণে আমি আউট হয়েছি।’
আরও পড়ুন: মিরাজের ফাইফারে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ
আজ দ্বিতীয় ইনিংসের শুরুতে শূন্য রানে জয়ের ক্যাচ মিস করেছে জিম্বাবুয়ে। সেই ব্যাটার পরবর্তীতে ২৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই অনেক সুযোগ মিস করেছি আমরা। কেউ ক্যাচ মিস করতে চায় না। ফলে সবাই সবাইকে ব্যাক করেছে। কেউ কারও সাথে চিৎকার চেঁচামেচি করেনি ক্যাচ মিস করা নিয়ে। কালকে আমরা আরও ভালো হয়ে ফিরে আসতে চাই।’
তিনি আরও বলেন, 'আসলে এমন সুযোগ, বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ জেতার সুযোগ আপনি সবসময় পাবেন না। ফলে আমাদের সুযোগ দেখছি আমরা। আমাদের নিজেদের ব্যাক করছি আমরা, কেবল আমরা ১১ জন নয়, স্কোয়াডে ১৫ জনই। অনেক সময় বাকি আছে এখনও। ফলে আশা করছি নিজেদের কাজটা করতে পারব।’
]]>