তবে বিগ ব্যাশের জন্য সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে পাওয়া যাবে না তিন ক্রিকেটারকে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ক্যারিবীয়দের সাদা বলের কোচ ড্যারেন সামি। ইনজুরিতে দুই সিরিজ বিশ্রামে থাকার পর ফিরেছেন জনসন চার্লস। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওয়ানডে দলে খেলা কেসি কার্টি।
আরও পড়ুন: চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
২৭ বছরের এ ব্যাটারকে দলে নেয়ার ব্যাখ্যায় সামি বলেন, ‘সে আমাদের দেখিয়েছে, এ ফরম্যাটে খেলার সক্ষমতা তার আছে। বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। আমাদের সব রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে।’
এদিকে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলার জন্য টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও শেরফান রাদারফোর্ড। লিগটিতে খেলার জন্য সংক্ষিপ্ত ফরম্যাটে থাকছেন না স্পিনার আকিল হোসেনও।
আরও পড়ুন: তামিমকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার হিসাবে রিয়াদ নিঃসঙ্গ
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচ কিংসটাউনে বাংলাদেশ সময় ভেঅর ৬টায় অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।